অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামে জঙ্গিসংশ্লিষ্ট লিফলেট বিতরণকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ‘আল্লাহর দলের’ জেলা আমির বিপুলসহ (২৮) চারজনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় পলাশবাড়ির নইমুল হকের বাড়ি থেকে তাদের রোববার রাতে আটক করা হয়।
সোমবার বিকালে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটকরা হলেন- কুড়িগ্রাম জেলা আমির গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার রুহুল আমিনের ছেলে বিপুল, রংপুর দর্শনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে শাকিল (২১), কুড়িগ্রাম পলাশবাড়ি এলাকার নুরুল হকের ছেলে সুমন (২৩) ও নইমুল হকের ছেলে আতাউর (২৮)। এ সময় তাদের কাছ থেকে লিফলেট ও জঙ্গিসংশ্লিষ্ট বইপত্র জব্দ করে পুলিশ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিফলেট বিতরণ করা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতদের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার আটককৃতদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক মিজানুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















