ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

সুয়ারেজের কাঁধে বার্সার জোয়াল!

আকাশ স্পোর্টস ডেস্ক:

মৌসুমের শুরুতে বার্সেলোনাকে একাই টেনেছেন লিওনেল মেসি। এরপর হাতের চোটে মেসি তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার পর বার্সেলোনার জোয়াল বইছেন লুইস সুয়ারেজ। এল ক্লাসিকোয় দুর্দান্ত হ্যাটট্রিকের পর শনিবার লা লিগায় মেসিবিহীন বার্সাকে আরেকটি জয় এনে দিলেন আগুনে ফর্মে থাকা উরুগুয়ে ফরোয়ার্ড।

সুয়ারেজের জোড়া গোলেই রায়ো ভায়েকানোর মাঠ থেকে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে ফিরেছে কাতালানরা। ৮৬ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে বার্সাকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিল পুঁচকে ভায়েকানো। কিন্তু শেষ চার মিনিটের ঝড়ে পাশার দান উল্টে দেয় চ্যাম্পিয়নরা।

জর্ডি আলবার পাস থেকে ১১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর স্বাগতিকদের প্রত্যাঘাত। ৩৫ মিনিটে পোজোর গোলে সমতায় ফেরা ভায়েকানোকে ৫৭ মিনিটে এগিয়ে দেন গার্সিয়া। ৮৭ মিনিটে উসমান ডেম্বেলে ম্যাচে সমতা ফেরানোর পর ৯০ মিনিটে সের্গি রবার্তোর ক্রস থেকে সুয়াজের ব্যক্তিগত দ্বিতীয় গোলে জয়ের হাসি হাসে বার্সা।

এ জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার র্শীর্ষেই থাকল কাতালানরা। একই দিনে রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। বার্ষার মতো রিয়ালও বেঁচে গেছে শেষ মুহূর্তের ঝলকে। রিয়ালের ১৮ বছর বয়সী ব্রাজিলীয় বিস্ময় ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকাতে গিয়ে ৮৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ভায়াদোলিদের অলিভাস।

মিনিট পাঁচেক পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সের্গিও রামোস। অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে লিগে পাঁচ ম্যাচের জয়খরা কাটলেও এমন ভাগ্যপ্রসূত জয়ে মন ভরেনি রিয়াল সমর্থকদের। কোচ বদলালেও রিয়ালের আক্রমণভাগের দুর্দশা কাটার আলামত মিলছে না।

এ মৌসুমে লিগে রিয়ালের তিন ফরোয়ার্ড গ্যারেথ বেল (৪), করিম বেনজেমা (৩) ও মার্কো আসেনসিও (১) মিলে করেছেন মাত্র আট গোল। যেখানে বার্সার সুয়ারেজ একাই করেছেন নয় গোল। এরপরও বার্সা যদি সুয়ারেজের বিকল্প খোঁজে, সেক্ষেত্রে রিয়ালের তো গোটা আক্রমণভাগই বদলে ফেলার সময় এসে গেছে!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

সুয়ারেজের কাঁধে বার্সার জোয়াল!

আপডেট সময় ০৫:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

মৌসুমের শুরুতে বার্সেলোনাকে একাই টেনেছেন লিওনেল মেসি। এরপর হাতের চোটে মেসি তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার পর বার্সেলোনার জোয়াল বইছেন লুইস সুয়ারেজ। এল ক্লাসিকোয় দুর্দান্ত হ্যাটট্রিকের পর শনিবার লা লিগায় মেসিবিহীন বার্সাকে আরেকটি জয় এনে দিলেন আগুনে ফর্মে থাকা উরুগুয়ে ফরোয়ার্ড।

সুয়ারেজের জোড়া গোলেই রায়ো ভায়েকানোর মাঠ থেকে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে ফিরেছে কাতালানরা। ৮৬ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে বার্সাকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিল পুঁচকে ভায়েকানো। কিন্তু শেষ চার মিনিটের ঝড়ে পাশার দান উল্টে দেয় চ্যাম্পিয়নরা।

জর্ডি আলবার পাস থেকে ১১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর স্বাগতিকদের প্রত্যাঘাত। ৩৫ মিনিটে পোজোর গোলে সমতায় ফেরা ভায়েকানোকে ৫৭ মিনিটে এগিয়ে দেন গার্সিয়া। ৮৭ মিনিটে উসমান ডেম্বেলে ম্যাচে সমতা ফেরানোর পর ৯০ মিনিটে সের্গি রবার্তোর ক্রস থেকে সুয়াজের ব্যক্তিগত দ্বিতীয় গোলে জয়ের হাসি হাসে বার্সা।

এ জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার র্শীর্ষেই থাকল কাতালানরা। একই দিনে রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। বার্ষার মতো রিয়ালও বেঁচে গেছে শেষ মুহূর্তের ঝলকে। রিয়ালের ১৮ বছর বয়সী ব্রাজিলীয় বিস্ময় ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকাতে গিয়ে ৮৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ভায়াদোলিদের অলিভাস।

মিনিট পাঁচেক পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সের্গিও রামোস। অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে লিগে পাঁচ ম্যাচের জয়খরা কাটলেও এমন ভাগ্যপ্রসূত জয়ে মন ভরেনি রিয়াল সমর্থকদের। কোচ বদলালেও রিয়ালের আক্রমণভাগের দুর্দশা কাটার আলামত মিলছে না।

এ মৌসুমে লিগে রিয়ালের তিন ফরোয়ার্ড গ্যারেথ বেল (৪), করিম বেনজেমা (৩) ও মার্কো আসেনসিও (১) মিলে করেছেন মাত্র আট গোল। যেখানে বার্সার সুয়ারেজ একাই করেছেন নয় গোল। এরপরও বার্সা যদি সুয়ারেজের বিকল্প খোঁজে, সেক্ষেত্রে রিয়ালের তো গোটা আক্রমণভাগই বদলে ফেলার সময় এসে গেছে!