ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

চট্টগ্রামে কান্নার রাত

আকাশ বিনোদন ডেস্ক:

‘আপনারা সবাই এমন উচ্চস্বরে গাইবেন, যেন আমার বাবা উপর থেকে শুনতে পারেন।’ প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি গাইতে গাইতে কথাগুলো বলছিলেন তার ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব।

বুধবার আইয়ুব বাচ্চুর হাতেগড়া ব্যান্ড ‘এলআরবি’ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এক মেগা কনসার্টে অংশ নেয়। ‘শেকড়ের সন্ধানে’ শীর্ষক এই কনসার্টের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই কনসার্টের দৃশ্যজুড়ে ছিল অশ্রুসিক্ত মানুষের ঢল। আইয়ুব বাচ্চুহীন ‘এলআরবি’র প্রথম কনসার্টে তার দুই সন্তানের সঙ্গে কেঁদেছে চট্টগ্রাম, কেঁদেছে বাংলাদেশ।

কনসার্টে বাবার গিটার নিয়ে দর্শকের আহ্বানে মঞ্চে গান গেয়ে শোনান ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। সঙ্গে গলা মিলিয়েছেন মেয়ে ফায়রুজ সাফরা। অসময়ে বাবাকে হারানোর বেদনায় দুই ভাই-বোনের চোখ ছিল অশ্রুতে পরিপূর্ণ। গত ১৮ অক্টোবর কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তাদের গায়ক, গীতিকার, সুরকার এবং গিটারিস্ট বাবা।

তবে শুধু ভাই-বোনই নয়, এদিন কেঁদেছেন স্টেজের অন্যান্য শিল্পীরাও। কনসার্টে উপস্থিত লাখো দর্শক শ্রোতা কেঁদেছেন তাদের প্রিয় শিল্পীকে হারানোর বেদনায়।কনসার্টে এলআরবি ছাড়াও পারফর্ম করেন কুমার বিশ্বজিৎ, হৃদয় খান, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবুদ্দিন ও চিশতি বাউল প্রমুখ। আরও ছিলেন ভারতের শিবামনি, রাশিয়ার আনা রাকিতা ও তুরস্কের সিনানসহ ১৮ দেশের শিল্পীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কান্নার রাত

আপডেট সময় ০১:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

‘আপনারা সবাই এমন উচ্চস্বরে গাইবেন, যেন আমার বাবা উপর থেকে শুনতে পারেন।’ প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি গাইতে গাইতে কথাগুলো বলছিলেন তার ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব।

বুধবার আইয়ুব বাচ্চুর হাতেগড়া ব্যান্ড ‘এলআরবি’ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এক মেগা কনসার্টে অংশ নেয়। ‘শেকড়ের সন্ধানে’ শীর্ষক এই কনসার্টের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই কনসার্টের দৃশ্যজুড়ে ছিল অশ্রুসিক্ত মানুষের ঢল। আইয়ুব বাচ্চুহীন ‘এলআরবি’র প্রথম কনসার্টে তার দুই সন্তানের সঙ্গে কেঁদেছে চট্টগ্রাম, কেঁদেছে বাংলাদেশ।

কনসার্টে বাবার গিটার নিয়ে দর্শকের আহ্বানে মঞ্চে গান গেয়ে শোনান ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। সঙ্গে গলা মিলিয়েছেন মেয়ে ফায়রুজ সাফরা। অসময়ে বাবাকে হারানোর বেদনায় দুই ভাই-বোনের চোখ ছিল অশ্রুতে পরিপূর্ণ। গত ১৮ অক্টোবর কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তাদের গায়ক, গীতিকার, সুরকার এবং গিটারিস্ট বাবা।

তবে শুধু ভাই-বোনই নয়, এদিন কেঁদেছেন স্টেজের অন্যান্য শিল্পীরাও। কনসার্টে উপস্থিত লাখো দর্শক শ্রোতা কেঁদেছেন তাদের প্রিয় শিল্পীকে হারানোর বেদনায়।কনসার্টে এলআরবি ছাড়াও পারফর্ম করেন কুমার বিশ্বজিৎ, হৃদয় খান, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবুদ্দিন ও চিশতি বাউল প্রমুখ। আরও ছিলেন ভারতের শিবামনি, রাশিয়ার আনা রাকিতা ও তুরস্কের সিনানসহ ১৮ দেশের শিল্পীরা।