আকাশ আইসিটি ডেস্ক:
চীনা কারখানায় রোবট দিয়ে রোবট বানানোর পরিকল্পনার কথা জানিয়েছে সুইস প্রতিষ্ঠান এবিবি।
চীনের শাংহাইতে ১৫ কোটি মার্কিন ডলারে নতুন একটি কারখানা বানাবে প্রতিষ্ঠানটি। দেশটিতে কারখানায় কাজে লাগানোর রোবট বানানোর দিক থেকে শীর্ষে রয়েছে সুইস এ প্রতিষ্ঠানটি।
এবিবির চীনা রোবোটিকস ক্যাম্পাসের পাশেই বানানো হবে নতুন কারখানা। ২০২০ সালে কারখানাটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারখানাটিতে বানানো রোবট চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে সরবরাহ করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর বর্তমানে এবিবির দ্বিতীয় বৃহত্তম বাজার হল চীন।
এবিবির প্রধান নির্বাহী উলরিচ স্পিসোফের বলেন, ‘এবিবি এবং বিশ্বে প্রযুক্তিতে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে শাংহাই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।’ কর্মীদের মজুরি বেড়ে যাওয়ায় কর্মক্ষেত্রে দিন দিন রোবটের সংখ্যা বাড়াচ্ছে চীন।
আকাশ নিউজ ডেস্ক 
























