আকাশ স্পোর্টস ডেস্ক:
ফের মার্শেই সমর্থকদের টার্গেটে পরিণত হলেন নেইমার। তাকে বোতল ছুড়ে মেরেছেন তারা।
রোববার অরেঞ্জ ভেলোড্রমে ফ্রেঞ্চ লিগের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও মার্শেই। মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছেন দ্য পারিসিয়ানরা। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও জুলিয়ান ড্রাক্সলার। এ নিয়ে লিগে টানা ১১ ম্যাচে জয় পেল প্যারিসের দলটি। পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান অক্ষত রেখেছে।
এ জয়ের মাঝামাঝি সময়ে নেইমারকে লক্ষ্য করে মদের বোতল নিক্ষেপ করেন মার্শেই সমর্থকরা। একটুর জন্য তা গায়ে লাগেনি ব্রাজিল তারকার। পরে তা কুড়িয়ে রেফারিকে দেখান তিনি।
নেইমারকে সমর্থকদের বোতল ছুড়ে মারার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গেল অক্টোবরে লেস অলিম্পিয়েনসের সমর্থকরা তাকে বোতল ছুড়ে মারেন।
তবে সদ্য ঘটনায় বেশি মর্মাহত ২৬ বছর বয়সী ফুটবলার। রাগে-ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। তার দাবি, এ ম্যাচে গ্যালারি থেকে সমর্থকরা আমাকে লক্ষ্য করে নানা বস্তু নিক্ষেপ করেছে। এর মধ্যে বোতলও ছিল। এটা অতিরিক্ত বাড়াবাড়ি। ফুটবল খেলার সঙ্গে যা কখনও যায় না।
আকাশ নিউজ ডেস্ক 
























