আকাশ স্পোর্টস ডেস্ক:
দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্রেফ উড়িয়ে দিল বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেস।
রবিবার প্রতিপক্ষের মাঠ কাম্প ন্যুতে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে রিয়াল। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন ক্লাবটি। আর এমন পরাজয়ের দায় কোচকে না দিয়ে নিজেদের কাঁধেই নিচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
ম্যাচ শেষে তিনি বলেন,‘আজ রাতে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আমরা যথেষ্ট ভালো খেলিনি। আমরা আমাদের কোচকে দোষারোপ করতে পারি না। মাঠে খেলোয়াড়রাই সবকিছুর জন্য লড়াই করে।’
চলতি লিগে ছয় জয় এবং তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
আকাশ নিউজ ডেস্ক 
























