ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাহান্নাম হতে মুক্তির উপায়

অাকাশ নিউজ ডেস্ক:

আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদাত করার জন্য। যারা সঠিক ভাবে আল্লাহর সকল ইবাদত পালন করবে ও নবী করিম (সা:) এর দেখানো পথে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। আর যারা পালন করবে না তারা  জাহান্নামের আজাব ভোগ করবে।

এ ব্যাপারে নবী করিম (সা:) বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার পূর্বে সাত বার একটি দোয়া পড়াবে। যদি কেউ ফজরের পর পড়ে এবং ঐ দিনের মধ্যে মারা যায়, ঐ ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আর কেউ যদি মাগরিবের নামাজের পর এ দোয়াটি পড়ে এবং ঐ রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। নিন্মে দোয়াটি দেওয়া হল:

উচ্চারণ:
আল্লাহুম্মা আঝিরনি মিনান নার।

অর্থ:
হে আল্লাহ!  আমাদেরকে জাহান্নামের (ভয়াবহ) আজাব থেকে মুক্ত করুন।

সুতরাং প্রতিটি মুসলিম গণের উচিত, ফজর ও মাগরিবের সালাত আদায়ের পরে এ দোয়াটি ৭ বার পাঠ করা। আল্লাহ তাআলা হাদিসের মাসনুন দোয়াটির মাধ্যমে তার সকল ইবাদত পালনের সঙ্গে জাহান্নাম থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানি কমার সাথে সাথে জলবাহিত রোগ ছড়িয়ে পড়ছে

জাহান্নাম হতে মুক্তির উপায়

আপডেট সময় ০২:২৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদাত করার জন্য। যারা সঠিক ভাবে আল্লাহর সকল ইবাদত পালন করবে ও নবী করিম (সা:) এর দেখানো পথে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। আর যারা পালন করবে না তারা  জাহান্নামের আজাব ভোগ করবে।

এ ব্যাপারে নবী করিম (সা:) বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার পূর্বে সাত বার একটি দোয়া পড়াবে। যদি কেউ ফজরের পর পড়ে এবং ঐ দিনের মধ্যে মারা যায়, ঐ ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আর কেউ যদি মাগরিবের নামাজের পর এ দোয়াটি পড়ে এবং ঐ রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। নিন্মে দোয়াটি দেওয়া হল:

উচ্চারণ:
আল্লাহুম্মা আঝিরনি মিনান নার।

অর্থ:
হে আল্লাহ!  আমাদেরকে জাহান্নামের (ভয়াবহ) আজাব থেকে মুক্ত করুন।

সুতরাং প্রতিটি মুসলিম গণের উচিত, ফজর ও মাগরিবের সালাত আদায়ের পরে এ দোয়াটি ৭ বার পাঠ করা। আল্লাহ তাআলা হাদিসের মাসনুন দোয়াটির মাধ্যমে তার সকল ইবাদত পালনের সঙ্গে জাহান্নাম থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন। আমিন।