আকাশ আইসিটি ডেস্ক:
পিকমি ও যান্ত্রিকের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকের পর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর হোয়াইট প্যালেস কনভেনশন হলে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, পিকমি লিমিটেডের পরিচালক মেশকাত হোসেন রাকিব ও যান্ত্রিক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার বিপ্লব চন্দ্র বিশ্বাস।
পিকমি লিমিটেডের বিজনেস অপারেশনস ম্যানেজার শরিফুল ইসলাম তারেক জানান, এখন থেকে রাইড শেয়ারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পিকমির রাইডাররা মেম্বারশিপ কার্ড গ্রহণের মাধ্যমে যান্ত্রিক লিমিটেডের অনুমোদিত সব সার্ভিসিং পয়েন্ট থেকে মোটরযান সার্ভিসের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট এবং রোড সাইড হেল্পের ওপর ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
এ চুক্তি বাস্তবায়িত হলে রাইড শেয়ারিং ইন্ডাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে ও রাইডাররা এর সুফল ভোগ করে রাইড শেয়ারিংকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিকমি লিমিটেডের সিওও অমিত চক্রবর্তী, প্রকল্প পরিচালক মোজাম্মেল হোসেন সজল, বিজনেস অপারেশনস ম্যানেজার শরিফুল ইসলাম তারেক এবং যান্ত্রিক লিমিটেডের পরিচালক মোহাম্মদ কাওসার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল-বুখারি প্রমুখ। বাংলাদেশি কোনো রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যান্ত্রিকের এটিই প্রথম সমঝোতা স্মারক সই।
আকাশ নিউজ ডেস্ক 
























