ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে অসুস্থ মুক্তিযোদ্ধাকে ইউএনওর অনুদান প্রদান

অাকাশ জাতীয় ডেস্ক:

যুগান্তরে সংবাদ প্রকাশের পর সিলেটের ওসমানীনগরের অসুস্থ মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসকে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউএনও।

সোমবার বিকাল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা রাখালের বাসায় গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।

এ সময় রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা অফিস থেকে রাখাল চন্দ্রকে আরও কিছু অনুদান প্রদানের জন্য সমাজসেবা কর্মকর্তাকেও নির্দেশনা দেন ইউএনও মো. আনিছুর রহমান।

‘ওসমানীনগরে চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় মুক্তিযোদ্ধা’ শিরোনামে সোমবার যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ইউএনওর নজরে পড়লে অসুস্থ মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসকে আর্থিক অনুদান প্রদান করেন ইউএনও। অনুদান প্রদান কালে ইউএনওর সঙ্গে যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি ও প্রেসক্লাব সম্পাদক জুবেল আহমদ সেকেল, সাংবাদিক মো. কয়েছ মিয়া, জয়নাল আবেদীন ও কবির আহমদ উপস্থিত ছিলেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা একান্ত জরুরি। আমি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছি। আরও অনুদানের জন্য জেলাপ্রশাসক মহোদয়ের কাছে আবেদন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওসমানীনগরে অসুস্থ মুক্তিযোদ্ধাকে ইউএনওর অনুদান প্রদান

আপডেট সময় ১১:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

যুগান্তরে সংবাদ প্রকাশের পর সিলেটের ওসমানীনগরের অসুস্থ মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসকে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউএনও।

সোমবার বিকাল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা রাখালের বাসায় গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।

এ সময় রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা অফিস থেকে রাখাল চন্দ্রকে আরও কিছু অনুদান প্রদানের জন্য সমাজসেবা কর্মকর্তাকেও নির্দেশনা দেন ইউএনও মো. আনিছুর রহমান।

‘ওসমানীনগরে চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় মুক্তিযোদ্ধা’ শিরোনামে সোমবার যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ইউএনওর নজরে পড়লে অসুস্থ মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসকে আর্থিক অনুদান প্রদান করেন ইউএনও। অনুদান প্রদান কালে ইউএনওর সঙ্গে যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি ও প্রেসক্লাব সম্পাদক জুবেল আহমদ সেকেল, সাংবাদিক মো. কয়েছ মিয়া, জয়নাল আবেদীন ও কবির আহমদ উপস্থিত ছিলেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা একান্ত জরুরি। আমি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছি। আরও অনুদানের জন্য জেলাপ্রশাসক মহোদয়ের কাছে আবেদন করা হবে।