আকাশ জাতীয় ডেস্ক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আমেনা বেগম (৩৫) ও তার মেয়ে মরিয়মকে (৮) কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের মো. নূরুজ্জামানের কমল মঞ্জিলে এ ঘটনা ঘটে।
আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। তারা নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকার কমল মঞ্জিলে বাসা ভাড়া নেন। বেলা ১১টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আকাশ নিউজ ডেস্ক 
























