আকাশ স্পোর্টস ডেস্ক:
৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যান হিসেবে শীর্ষে বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজকোট টেস্টে ১৩৯ রানের ইনিংস খেলন ভারতীয় এ অধিনায়ক। এই সেঞ্চুরির সুবাদে কোহলির রেটিং পয়েন্ট এখন ৯৩৬। তবে কোহলির ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯৩৭। সবশেষ ইংল্যান্ড সফরে সাউদাম্পটন টেস্টের সময়ে এই অবস্থানে ছিলেন তিনি।
তবে মজার ব্যাপার হলো গত আট মাস জাতীয় দলের বাইরে থেকেও টেস্টের ব্যাটিং র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটার স্টিভ স্মিথ। তিন নম্বরে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে অলরাউন্ডার তালিকায়ে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছেন সাকিব।
আঙুলের ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আছেন টেস্ট ব্যাটসম্যানের তালিকায় ১৯ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরির সুবাদে ভারতের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ ঢুকে পড়লেন টেস্ট র্যাংকিংয়ে। এই মুহূর্তে তিনি রয়েছেন ৭৩ নম্বরে। টেস্টে প্রথম সেঞ্চুরি করা রবীন্দ্র জাদেজা ব্যাটিং র্যাংকিংয়ে উঠলেন ৬ ধাপ। পৌঁছে গেলেন ৫১ নম্বরে।
টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভার্নন ফিলান্ডার। চার নম্বরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, যিনি অলরাউন্ডারদের তালিকায়ও উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
আকাশ নিউজ ডেস্ক 

























