আকাশ আইসিটি ডেস্ক:
বর্তমানে বিভিন্ন মাধ্যমে টিউটর নিয়োগ দিতে দেখা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখের কথা বিশ্বাস করা ছাড়া, টিউটরকে যাচাই বাছাই করার কোনও উপায় থাকে না। ফলে দেখা যায়, কিছু টিউটর ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মনমতো টিউটর পান না অভিভাবকরা।
অভিভাবকদের কথা চিন্তা করে বাংলাদেশে যাত্রা শুরু করেছে দেশের প্রথম টিউটর খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম কেয়ার টিউটরস ডট কম।
প্রতিষ্ঠানটি বিনামূল্যে দিচ্ছে আস্থাবান হোম টিউটর খুঁজে পাওয়ার সুবিধা। যে কেউ এই ওয়েব সাইট ব্যবহার করে সুবিধাটি নিতে পারবেন।
স্কুল, কলেজ ও মাদ্রাসার যেকোন ক্লাসের টিউটর ছাড়া ও ড্রয়িং, হ্যান্ড রাইটিং, আরবি, নাচ ও গান সর্বমোট ১২ টি ক্যাটেগরিতে আপনি টিউটর খুঁজে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে।
ওয়েবসাইটের ঠিকানা https://caretutors.com/
আকাশ নিউজ ডেস্ক 

























