আকাশ জাতীয় ডেস্ক :
চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪০)। তিনি বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকার বাসিন্দা এবং পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় শামসুল আলম (৩১) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার রাতে তিন ব্যক্তি খোরশেদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং পরে লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। মারধরের এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তাকে বেধড়ক পেটানো হয়। নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও বুধবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তর্কাতর্কির সময় খোরশেদ ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে একজন তাকে ধরে ফেলেন। এরপর তিনজন মিলে তাকে আবার মারধর শুরু করেন। এক পর্যায়ে এক যুবক দৌঁড়ে এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় পড়ে যান। পড়ে যাওয়ার পরও তাকে পেটানো হয়।
নিহত খোরশেদের মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির বলেন, ঘটনাটি আকস্মিক বাকবিতণ্ডার জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ এখনো নিহতের সঙ্গে হামলাকারীদের কোনো পূর্বশত্রুতা বা পুরোনো বিরোধের তথ্য পায়নি।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মারধরে জড়িত ব্যক্তিদের মধ্যে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া শামসুল আলম নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
নিহত খোরশেদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি।
আকাশ নিউজ ডেস্ক 


















