আকাশ স্পোর্টস ডেস্ক:
রক্তাক্ত হলেন নেইমার। মুখ দিয়ে ঝরল রক্ত। এর পর আরও দুর্ধর্ষ হয়ে উঠলেন। পিএসজিকে উড়ন্ত জয় এনে দিলেন। তার জোড়া গোলে নিসকে ৩-০ গোলে হারিয়েছে দ্য পারিসিয়ানরা।
শনিবার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-নিস। দারুণ শুরু করে পিএসজি। গোল পেতেও খুব একটা সময় লাগেনি। ২২ মিনিটে নিশানাভেদ করে দলকে লিড এনে দেন নেইমার। এর পর মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে পিএসজি।
তবে গোলমুখ খুলছিল না। অবশেষে বিরতির বাঁশি বাজার খানিক আগে সাফল্য পায় প্যারিসের দলটি। ৪৬ মিনিটে নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন ক্রিস্টোফার এনকুনকো।
বিরতির পরও চাপ অব্যাহত রাখে পিএসজি। দুর্দমনীয় ছিলেন নেইমার। অপ্রতিরোধ্য নেইমারকে ঠেকাতে ৬০ মিনিটে মারাত্মক ফাউল করেন ওয়াইলান সিপ্রিয়েন। তার কনুইয়ের আঘাতে মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে ব্রাজিলীয় ফরোয়ার্ডের। এতে হলুদ কার্ড দেখেন সিপ্রিয়েন।
পরের কিছু সময় মুখে ব্যান্ডেজ পরে খেলেন নেইমার। আরেকবার হলুদ কার্ড দেখেন সিপ্রিয়েন। ফলে ১০ জনের দলে পরিণত হয় নিস। এর পর আরও প্রখর হয়ে ওঠে পিএসজি।
দমানো যায়নি রক্তাক্ত নেইমারকে। আরেকটি গোল আদায় করে ছাড়েন তিনি। ইনজুরি টাইমে বল জালে জড়ান ২৬ বছর বয়সী ফুটবলার। এ নিয়ে এবার পিএসজি মোট গোল করল ২৪টি। সাম্বা তারকার একার গোলই ৭টি।
এদিন এডিনসন কাভানিকে বিশ্রাম দেন টমাস টুখেল। তার স্থানে খেলেন কিলিয়ান এমবাপ্পে। তিন ম্যাচের নির্বাসন শেষে মাঠে ফিরলেন ১৯-এর বিস্ময়। তবে ঠিকানায় বল পাঠাতে পারেননি।
এ নিয়ে এবারের লিগে অপরাজেয় থাকল পিএসজি। ৮টি খেলে সব কটি জিতে পয়েন্ট ২৪। এ লিগে ১৯৩৬ সালের পর কোনো ক্লাব শুরুতেই টানা ৮ ম্যাচ জেতেনি। সবশেষ জিতেছিল লিলা।
আকাশ নিউজ ডেস্ক 
























