অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দীর্ঘ আলোচনার পর অবশেষে নাফটা চুক্তি সংশোধনের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। চুক্তিটি সংশোধন হলে যুক্তরাষ্ট্র কানাডার দুগ্ধ বাজারে বাড়তি প্রবেশাধিকার পাবে। অন্যদিকে কানাডার জন্য বিশেষভাবে উন্মুক্ত হবে যুক্তরাষ্ট্রের গাড়ির বাজার।
সোমবার চুক্তিটি সংশোধনে দুই দেশের সম্মত হয়েছে ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক পরামর্শক রবার্ট লাইথেজার এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী চেস্টিয়া ফ্রিল্যান্ড এক যৌথ বিবৃতি দিয়েছেন বলে খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
নাফটাকে একুশ শতকের জন্য একটি আধুনিক বাণিজ্য চুক্তি উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, মেক্সিকোকে পাশে রেখেই কানাডা এবং যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ফলে দুই দেশের কর্মীরা, কৃষকেরা ও ব্যবসায়ীরা উঁচু দরের বাণিজ্যিক সমঝোতায় পোঁছাতে পারবে। বাজার আরও উন্মুক্ত হবে, বাণিজ্য ন্যায্য হবে ও এই অঞ্চলের অর্থনীতি তেজী হবে।
বিবিসি বলছে, নতুন এই নাফটা চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কৃষকরা কানাডার দুগ্ধ বাজারের শতকরা ৩.৫ ভাগ প্রবেশাধিকার পাবেন। অপরদিকে কানাডার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ আরো সহনীয় হবে।
উত্তর আমেরিকার তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ত্রিপাক্ষিক বাণিজ্য চুক্তি ‘নাফটা’। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চুক্তিটির নতুন করে বাস্তবায়ন চাচ্ছিলো তার প্রশাসন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো নাফটা চুক্তি পূর্ব একাধিক আলোচনা শেষ করেছে। বাকি ছিলো যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সমঝোতা।
নাফটার আওতায় বছরে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হয়। সংস্কারের পর অন্যান্য বিষয়ের সঙ্গে এতে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, ডিজিটাল ট্রেড ও বিনিয়োগ নীতিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























