ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে অবহিত করতে পারবেন এবং সচেতন করতে পারবেন। কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ব্যাপারে কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না।

শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ নম্বর ধারাতে ক্যাটাগরিতে বলে দেওয়া হয়েছে- সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়েলেশন, গণভোটের ক্ষেত্রেও সেটা ভায়েলেশন। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচার-প্রচারণার সুযোগ নেই। এ বিষয়টি আমরা স্পষ্ট করে দিয়েছি।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের সময় যে পরিবেশ থাকে এবারের পরিবেশ ভালো বৈকি মন্দ নয়। এটা হচ্ছে আমাদের সার্বিক ধারণা। কিছু ঘটনা যে ঘটছে না তা নয়। এগুলো না ঘটলে আরও ভালো হতো। নির্বাচনে কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং এ সময় কিছু শব্দচয়ন হয় এবং নির্বাচনকে ঘিরে কিছু উত্তেজনা কাজ করে। এগুলো যাতে সীমিত পর্যায়ে থাকে, এটা আমাদের আহ্বান।

তিনি বলেন, আমরা চাই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাঝে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়। কারণ, নির্বাচনের পরে আমরা সবাই এ সমাজে বাস করবো।

জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বরিশাল অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কমিশনার ওয়াহিদুজ্জামান মুন্সীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীতকালে কেন মাথাব্যথা বেশি হয়? জানা গেল কারণ

সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৯:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে অবহিত করতে পারবেন এবং সচেতন করতে পারবেন। কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ব্যাপারে কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না।

শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ নম্বর ধারাতে ক্যাটাগরিতে বলে দেওয়া হয়েছে- সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়েলেশন, গণভোটের ক্ষেত্রেও সেটা ভায়েলেশন। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচার-প্রচারণার সুযোগ নেই। এ বিষয়টি আমরা স্পষ্ট করে দিয়েছি।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের সময় যে পরিবেশ থাকে এবারের পরিবেশ ভালো বৈকি মন্দ নয়। এটা হচ্ছে আমাদের সার্বিক ধারণা। কিছু ঘটনা যে ঘটছে না তা নয়। এগুলো না ঘটলে আরও ভালো হতো। নির্বাচনে কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং এ সময় কিছু শব্দচয়ন হয় এবং নির্বাচনকে ঘিরে কিছু উত্তেজনা কাজ করে। এগুলো যাতে সীমিত পর্যায়ে থাকে, এটা আমাদের আহ্বান।

তিনি বলেন, আমরা চাই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাঝে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়। কারণ, নির্বাচনের পরে আমরা সবাই এ সমাজে বাস করবো।

জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বরিশাল অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কমিশনার ওয়াহিদুজ্জামান মুন্সীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।