ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না : মুফতি ফয়জুল করিম রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলা-১ আস‌নের বিএন‌পি জোট সম‌র্থিত প্রার্থী ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, ১৭ বছ‌রের অনেক গুম, খুন, কান্না, জেলখানা, রিমান্ড, ত‌্যাগ ও অত‌্যাচার আমরা সহ্য ক‌রে‌ছি। আমি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রা‌তে ভোলা সদ‌রের বাপ্তা ইউনিয়‌নের চৌ‌মোহনী মাদ্রাসা মা‌ঠে নির্বাচ‌নি সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

আন্দা‌লিব রহমান পার্থ ব‌লেন, হিন্দুরা বাংলা‌দে‌শে সন্তান, এই মা‌টির সন্তান। আপনা‌দের উপর আর কেউ অত‌্যাচার কর‌তে পার‌বে না। একটা মুসলমানের কা‌ছে অন‌্য ধ‌র্মের মানুষ নিরাপদ।

তি‌নি আরো ব‌লেন, আপনারা আমা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত কর‌লে কোন ধ‌র্মের মানুষ, কোন দ‌লের মানু‌ষের উপর নির্যাতন হ‌তে দি‌ব না। টেন্ডারবাজী, জ‌মি দখল, চর দখল ও সা‌লি‌শের না‌মে টাকা খাওয়াসহ কোন অন‌্যায় হ‌তে দি‌ব না। ভোলা-ব‌রিশাল সেতু, মে‌ডি‌কেল ক‌লেজ বিশ্ব বিদ‌্যালয়সহ ভোলার উন্নয়‌নের জন‌্য প্রথম দিনই সংসদ গরম ক‌রে ফেল‌বো।

‌এসময় ‌জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ন আহবায়ক জেলা বিএন‌পির শ‌ফিউল রহমান কিরণ, সদস‌্য স‌চিব রাইসুল আলম, জেলা বি‌জে‌পির সভাপ‌তি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতা‌ছিন বিল্লাহসহ প্রমূখরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ

আপডেট সময় ১১:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলা-১ আস‌নের বিএন‌পি জোট সম‌র্থিত প্রার্থী ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, ১৭ বছ‌রের অনেক গুম, খুন, কান্না, জেলখানা, রিমান্ড, ত‌্যাগ ও অত‌্যাচার আমরা সহ্য ক‌রে‌ছি। আমি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রা‌তে ভোলা সদ‌রের বাপ্তা ইউনিয়‌নের চৌ‌মোহনী মাদ্রাসা মা‌ঠে নির্বাচ‌নি সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

আন্দা‌লিব রহমান পার্থ ব‌লেন, হিন্দুরা বাংলা‌দে‌শে সন্তান, এই মা‌টির সন্তান। আপনা‌দের উপর আর কেউ অত‌্যাচার কর‌তে পার‌বে না। একটা মুসলমানের কা‌ছে অন‌্য ধ‌র্মের মানুষ নিরাপদ।

তি‌নি আরো ব‌লেন, আপনারা আমা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত কর‌লে কোন ধ‌র্মের মানুষ, কোন দ‌লের মানু‌ষের উপর নির্যাতন হ‌তে দি‌ব না। টেন্ডারবাজী, জ‌মি দখল, চর দখল ও সা‌লি‌শের না‌মে টাকা খাওয়াসহ কোন অন‌্যায় হ‌তে দি‌ব না। ভোলা-ব‌রিশাল সেতু, মে‌ডি‌কেল ক‌লেজ বিশ্ব বিদ‌্যালয়সহ ভোলার উন্নয়‌নের জন‌্য প্রথম দিনই সংসদ গরম ক‌রে ফেল‌বো।

‌এসময় ‌জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ন আহবায়ক জেলা বিএন‌পির শ‌ফিউল রহমান কিরণ, সদস‌্য স‌চিব রাইসুল আলম, জেলা বি‌জে‌পির সভাপ‌তি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতা‌ছিন বিল্লাহসহ প্রমূখরা।