অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সোনা মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে উপজেলার নদোনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়ার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি হাটগাঁও গ্রামের আফজাল পাটোয়ারী মাজারের খাদেম বলে এলাকাবাসী জানিয়েছে।
সোনাইমুড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মাসুম জানান, হাটগাঁও গ্রামের আফজাল পাটোয়ারীর মাজারের খাদেম সোনা মিয়াকে দুর্বৃত্তরা প্রথমে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় হত্যাকারীদের মধ্যে ইলিয়াসকে এলাকাবাসী আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 



















