ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না : মুফতি ফয়জুল করিম রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

চীনা ‘প্রেমবার্তায়’ অস্ট্রেলিয়ায় ঝড়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনা নাবিকের বোতলে ভরা একটি প্রেমপত্র নিয়ে অস্ত্রেলিয়ায় সামাজিক মাধ্যমে ঝড় চলছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আরলাই সৈকতে চিঠি ভরা বোতলটি উদ্ধার করেছে এক ট্যুর অপারেটর।

ড্যানিয়েল ম্যাকন্যালি নামের ট্যুর অপারেটর বোতলটির ছবি তুলে ফেসবুকে আপ করে লিখেছিলেন, বোতলের মুখ খোলার অপেক্ষায় থাকুন।

পরে বোতলের মুখ খুলে দেয়া যায়, চীনা ম্যান্ডারিন ভাষায় সেই চিঠিটি লেখা। তারা সেটির অনুবাদের জন্য ফেসবুকেই অনুরোধ জানায়। প্রায় দুই সপ্তাহ আগে ওই সাহায্য চাওয়ার পর যেন সাহায্যের বন্যা বয়ে যায়।

অনুবাদ থেকে জানা যায়, চিঠিটি একটি প্রেমপত্র, যা একজন নাবিক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছেন। ভারত মহাসাগর অতিক্রম করার সময় ওই চিঠিটি লেখেন চীনা নাবিক।

সেখানে লেখা, আমার হৃদয়ের গভীর থেকে আমার ভালোবাসাকে খুব অনুভব করছি। বাগদানের পরেই আমি সমুদ্রে চলে এসেছি। কিন্তু তার জন্য আমার খুবই খারাপ লাগছে। এই বোতলটি সেই ভালোবাসার একপ্রকার প্রকাশ। আমার ইচ্ছা হচ্ছে, যদি আমি এখন বাড়িতে ফিরে যেতে পারতাম, যদি আমি যিঙ্গের সঙ্গে সবসময় থাকতে পারতাম।

অস্ট্রেলিয়ার একজন ব্লগার এই চিঠির বিষয়টি চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে তুলে দিয়ে বন্ধুদের অনুরোধ করেন, চীনে একশো ৪০ কোটি মানুষ রয়েছে, আমি খুব বেশি মানুষকে চিনি না, আপনি কি এই নারীকে খুঁজে বের করতে সহায়তা করতে পারেন?

তবে এখনো পর্যন্ত চিঠির সেই লেখক বা তার ভালোবাসার নারীকে খুঁজে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা ‘প্রেমবার্তায়’ অস্ট্রেলিয়ায় ঝড়

আপডেট সময় ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনা নাবিকের বোতলে ভরা একটি প্রেমপত্র নিয়ে অস্ত্রেলিয়ায় সামাজিক মাধ্যমে ঝড় চলছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আরলাই সৈকতে চিঠি ভরা বোতলটি উদ্ধার করেছে এক ট্যুর অপারেটর।

ড্যানিয়েল ম্যাকন্যালি নামের ট্যুর অপারেটর বোতলটির ছবি তুলে ফেসবুকে আপ করে লিখেছিলেন, বোতলের মুখ খোলার অপেক্ষায় থাকুন।

পরে বোতলের মুখ খুলে দেয়া যায়, চীনা ম্যান্ডারিন ভাষায় সেই চিঠিটি লেখা। তারা সেটির অনুবাদের জন্য ফেসবুকেই অনুরোধ জানায়। প্রায় দুই সপ্তাহ আগে ওই সাহায্য চাওয়ার পর যেন সাহায্যের বন্যা বয়ে যায়।

অনুবাদ থেকে জানা যায়, চিঠিটি একটি প্রেমপত্র, যা একজন নাবিক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছেন। ভারত মহাসাগর অতিক্রম করার সময় ওই চিঠিটি লেখেন চীনা নাবিক।

সেখানে লেখা, আমার হৃদয়ের গভীর থেকে আমার ভালোবাসাকে খুব অনুভব করছি। বাগদানের পরেই আমি সমুদ্রে চলে এসেছি। কিন্তু তার জন্য আমার খুবই খারাপ লাগছে। এই বোতলটি সেই ভালোবাসার একপ্রকার প্রকাশ। আমার ইচ্ছা হচ্ছে, যদি আমি এখন বাড়িতে ফিরে যেতে পারতাম, যদি আমি যিঙ্গের সঙ্গে সবসময় থাকতে পারতাম।

অস্ট্রেলিয়ার একজন ব্লগার এই চিঠির বিষয়টি চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে তুলে দিয়ে বন্ধুদের অনুরোধ করেন, চীনে একশো ৪০ কোটি মানুষ রয়েছে, আমি খুব বেশি মানুষকে চিনি না, আপনি কি এই নারীকে খুঁজে বের করতে সহায়তা করতে পারেন?

তবে এখনো পর্যন্ত চিঠির সেই লেখক বা তার ভালোবাসার নারীকে খুঁজে পাওয়া যায়নি।