অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের তেলেঙ্গানা রাজ্যে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে।
গত মঙ্গলবার ভারতের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি জাগতিয়াল জেলার একটি পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে ৩০ ফুট নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
হনুমান মন্দির পরিদর্শন শেষে ৬০ জনেরও বেশি তীর্থযাত্রী বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থলেই ৪৫ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর গুরুতর আহতদের মধ্য থেকে আরও সাতজন মারা যান।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























