ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাগ্নেকে ছবি আঁকা শেখাচ্ছেন সালমান (ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক:

ভাগ্নে আহিলকে ছবি আঁকা শেখাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভিডিওটির ভিউ সংখ্যা দেড় লাখ পেরিয়ে গেছে।

ভিডিওটি আহিলের মা অর্পিতা খান শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন- ক্যানভাসে আহিলের প্রথম ছবি আঁকা, যার নাম মামার সঙ্গে পলায়ন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে- রঙে ডুবে আছে ছোট্ট আহিল। আর তাকে কীভাবে ছবি আঁকতে হয় খেলাচ্ছলে তা শেখাচ্ছেন মামা সালমান খান।

আঁকাআঁকির একপর্যায় সালমান খান মেঝেতে শুয়ে স্ক্রলিং করছেন ও আহিলকে তার অনুকরণ করতে বলছেন।

ভক্তদের অনেকেই হয়তো জানেন না যে, ছবি আঁকতে জানেন সালমান খান। একসময় ছবি একেই দিন পার করতেন তিনি। অনেক ছবি এঁকেছেন সল্লু।

এসব ছবির কিছু কিছু আবার নিলামে বিক্রিও হয়েছিল। আবার কিছু ছবি তিনি বন্ধুদের উপহার হিসেবে দিয়েছেন।

উল্লেখ্য, ‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমার শুটিং চলাকালে সালমান খান সহঅভিনেত্রী কারিনা কাপুরকে একটি ছবি এঁকে দিয়েছিলেন, যা সেই সময় খুব প্রশংসিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নেকে ছবি আঁকা শেখাচ্ছেন সালমান (ভিডিও

আপডেট সময় ০২:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

ভাগ্নে আহিলকে ছবি আঁকা শেখাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভিডিওটির ভিউ সংখ্যা দেড় লাখ পেরিয়ে গেছে।

ভিডিওটি আহিলের মা অর্পিতা খান শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন- ক্যানভাসে আহিলের প্রথম ছবি আঁকা, যার নাম মামার সঙ্গে পলায়ন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে- রঙে ডুবে আছে ছোট্ট আহিল। আর তাকে কীভাবে ছবি আঁকতে হয় খেলাচ্ছলে তা শেখাচ্ছেন মামা সালমান খান।

আঁকাআঁকির একপর্যায় সালমান খান মেঝেতে শুয়ে স্ক্রলিং করছেন ও আহিলকে তার অনুকরণ করতে বলছেন।

ভক্তদের অনেকেই হয়তো জানেন না যে, ছবি আঁকতে জানেন সালমান খান। একসময় ছবি একেই দিন পার করতেন তিনি। অনেক ছবি এঁকেছেন সল্লু।

এসব ছবির কিছু কিছু আবার নিলামে বিক্রিও হয়েছিল। আবার কিছু ছবি তিনি বন্ধুদের উপহার হিসেবে দিয়েছেন।

উল্লেখ্য, ‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমার শুটিং চলাকালে সালমান খান সহঅভিনেত্রী কারিনা কাপুরকে একটি ছবি এঁকে দিয়েছিলেন, যা সেই সময় খুব প্রশংসিত হয়।