আকাশ আইসিটি ডেস্ক:
হাতের কব্জিতে থাকবে স্মার্টফোন। আর তাতে কথা বলা, গেমস খেলা, ভিডিও দেখা, ইন্টারনেট ব্যবহারসহ যাবতীয় কাজ করা যাবে। এমনই একটি স্মার্ট ডিভাইস আসছে চীনের জেডটিইর সাব-ব্র্যান্ড নুবিয়া।
এটি হবে একটি স্মার্ট ব্রেসলেট। এতে থাকবে কার্ভড স্ক্রিন। যেটা হবে স্মার্ট ওয়াচের চেয়েও বড়।
জেডটিই ডিভাইসটির নাম দিয়েছে ‘নুবিয়া আলফা’। সম্প্রতি এর একটি টিজার ভিডিও জেডটিই প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি চাইছে ২০১৮ সালের শেষের দিকে ডিভাইসটি বাজারে আনতে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
স্মার্ট ব্রেসলেকটিতে থাকছে ফেক্সিবল ওলিড স্ক্রিন। সেলুলার কানেকটিভিটি সমৃদ্ধ এই ডিভাইসটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।
এটি দিয়ে ভিডিও কল করা, ছবি তোলা, গান শোনা, ইন্টারনেট ব্রাউজিং করা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























