ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধের জেরে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নূর আবদুল্লাহ। সে একই গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের বাড়ির পাশের জায়গায় ঘর নির্মাণ নিয়েই মূলত এ বিরোধ। এ ঘটনায় শিশুটির পরিবার আদালতে মামলাও করেছিলেন। পরে এ জায়গায় ঘর নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা দেন আদালত।

শিশুটির বাবা নুরুল আলম বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও বেলা ১১টার দিকে দ্বীন ইসলাম ও তার ভাই আরিফুল ইসলাম ঘর নির্মাণের কাজ শুরু করেন। এরপর তার মা এ ঘর নির্মাণে বাধা দেন। এসব নিয়ে তার মায়ের সঙ্গে দ্বীন ইসলামদের কথা–কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের দ্বীন ইসলাম শিশু আবদুল্লাহকে আছাড় মারেন। এরপর আবদুল্লাহকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের দাদি জ্যোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, দ্বীন ইসলামের সঙ্গে তাদের প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলে আসছে। বুধবার জায়গা নিয়ে ঝগড়ার সময় দ্বীন ইসলাম নিহতের মা রূপা আক্তারকে মারধর করে। এক পর্যায়ের আবদুল্লাহকে সামনে পেয়ে আছাড় দেয়। আছাড় দেয়ার পর আবদুল্লাহকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই দ্বীন ইসলাম ও তার ভাই পলাতক রয়েছেন। এ কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জমির বিরোধে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি নিয়ে বিরোধের জেরে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নূর আবদুল্লাহ। সে একই গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের বাড়ির পাশের জায়গায় ঘর নির্মাণ নিয়েই মূলত এ বিরোধ। এ ঘটনায় শিশুটির পরিবার আদালতে মামলাও করেছিলেন। পরে এ জায়গায় ঘর নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা দেন আদালত।

শিশুটির বাবা নুরুল আলম বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও বেলা ১১টার দিকে দ্বীন ইসলাম ও তার ভাই আরিফুল ইসলাম ঘর নির্মাণের কাজ শুরু করেন। এরপর তার মা এ ঘর নির্মাণে বাধা দেন। এসব নিয়ে তার মায়ের সঙ্গে দ্বীন ইসলামদের কথা–কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের দ্বীন ইসলাম শিশু আবদুল্লাহকে আছাড় মারেন। এরপর আবদুল্লাহকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের দাদি জ্যোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, দ্বীন ইসলামের সঙ্গে তাদের প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলে আসছে। বুধবার জায়গা নিয়ে ঝগড়ার সময় দ্বীন ইসলাম নিহতের মা রূপা আক্তারকে মারধর করে। এক পর্যায়ের আবদুল্লাহকে সামনে পেয়ে আছাড় দেয়। আছাড় দেয়ার পর আবদুল্লাহকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই দ্বীন ইসলাম ও তার ভাই পলাতক রয়েছেন। এ কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জমির বিরোধে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।