আকাশ আইসিটি ডেস্ক:
বিখ্যাত ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান নিকন নতুন একটি এন্ট্রি লেভেলের ক্যামেরা এনেছে। মডেল ডি৩৫০০। এর দাম ৪৯৯ ডলার।
নিকনের সর্বশেষ এন্ট্রি লেভেলের ডিএসএলআর ক্যামেরা ছিল ডি ৩৪০০। যেটি বাজারে এসেছিল দুই বছর আগে। এবার এই মডেলের কাছাকাছি আরেকটি মডেল এলো। যেটি ডি৩৫০০ মডেলে বাজারে বিক্রি হবে। নতুন মডেলের ক্যামেরায় উন্নত ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
নিকন ডি৩৫০০ মডেলের ক্যামেরায় রয়েছে এফ-পি ডিএক্স নিক্কর ১৮-৫৫ মিলিমিটার লেন্স। এর অ্যাপারচার এফ/৩.৫-৫.৬ জি। এতে ভিআর কিট লেন্স ব্যবহার করা হয়েছে।
এতে রয়েছে ২৪.২ মেগাপিক্সেলের ডিএক্স-ফরম্যাট সেন্সর। এতে ১১ পয়েন্ট অটো ফোকাস সিস্টেম ব্যবহার করা হয়েছে।
ক্যামেরাটির আইএসও রেঞ্জ ১০০-২৫.৬০০। এটি দিয়ে ৬০ এফপিএসে ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণ করা যাবে।
কানেকটিভিটির জন্য এই ক্যামেরায় ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে নিকন স্ন্যাপব্রিজ অ্যাপের মাধ্যমে ছবি আদান-প্রদান করা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























