আকাশ আইসিটি ডেস্ক:
এই প্রথম স্লাইডিং স্ক্রিনের অ্যানড্রয়েড ফোন আনছে লেনোভো। সম্প্রতি এই ফোনটির কনসেপ্ট ভিডিও প্রকাশ করেছে।
কনসেপ্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনটির উপরিভাবে স্লাইড থাকছে। এই স্লাইডে রয়েছে ফোনের ক্যামেরা, ফ্লাশগান ইত্যাদি। আর এই ফোনটি হবে সম্পূর্ণ ফুল ভিউ ডিসপ্লের।
এদিকে খবর রটেছে লেনোভোর মত স্লাইডিং স্ক্রিনের ফোন আনছে চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু এদের দৌঁড়ে এগিয়ে রয়েছে লেনোভো।
লেনোভোর স্লাইডিং ফোনের কনসেপ্ট বলছে, এর ডিসপ্লে পেরিস্কোপ ডিজাইনে তৈরি।
সম্প্রতি লেনোভোর ভাইস প্রেসিডেন্ট একটি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওতে লেনোভোর স্লাইডিং ফোনের কনসেপ্ট সামনে আছে।
এই ভিডিও নিয়ে চীনের উইবো একটি প্রতিবেদনও প্রকাশ করে।
থিন বেজেলের এই ফোনে পপ আপ ক্যামেরা থাকছে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে।
আকাশ নিউজ ডেস্ক 
























