ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সনির নতুন সাইবার শট ক্যামেরা

আকাশ আইসিটি ডেস্ক:

নতুন সাইবার শট ক্যামেরা আনলো সনি। মডেল সনি সাইবার শট ডিএসসি-এইচএক্স৯৯। এটি জুম লেন্সের ক্যামেরা।

বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১৮-তে সনি এই ক্যামেরাটি উন্মু্ক্ত করে।

ক্যামেরাটিতে সুপার ওয়াইড এবং টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে।

ক্যামেরাটিতে বিয়নজ এক্স ইমেজ প্রসেসর রয়েছে। এতে কন্টিনিউয়াস শুটিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে ১০টি ফ্রেম ধারণ করা যাবে।

অন্যদিকে এর অটোফোকাস মোডে ০.০৯ সেকেন্ডেই সাবজেক্টকে ফোকাস করা যাবে।

র ফরম্যাট ইমেজ রেকজিং সুবিধা সম্বলিত ক্যামেরাটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে টাচ টাচ ফোকাস/টাচ শাটার ফাংশন। এতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে।

ক্যামেরাটির দাম এখনো ঘোষণা করেনি সনি। তবে শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সনির নতুন সাইবার শট ক্যামেরা

আপডেট সময় ০৭:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

নতুন সাইবার শট ক্যামেরা আনলো সনি। মডেল সনি সাইবার শট ডিএসসি-এইচএক্স৯৯। এটি জুম লেন্সের ক্যামেরা।

বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১৮-তে সনি এই ক্যামেরাটি উন্মু্ক্ত করে।

ক্যামেরাটিতে সুপার ওয়াইড এবং টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে।

ক্যামেরাটিতে বিয়নজ এক্স ইমেজ প্রসেসর রয়েছে। এতে কন্টিনিউয়াস শুটিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে ১০টি ফ্রেম ধারণ করা যাবে।

অন্যদিকে এর অটোফোকাস মোডে ০.০৯ সেকেন্ডেই সাবজেক্টকে ফোকাস করা যাবে।

র ফরম্যাট ইমেজ রেকজিং সুবিধা সম্বলিত ক্যামেরাটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে টাচ টাচ ফোকাস/টাচ শাটার ফাংশন। এতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে।

ক্যামেরাটির দাম এখনো ঘোষণা করেনি সনি। তবে শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে।