অাকাশ জাতীয় ডেস্ক:
বরগুনার পাথরঘাটায় মসজিদের ছাদে চাপা পড়ে নিলয় হাওলাদার নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাথরঘাটা পৌর শহরের সাবরেজিস্ট্রি জামে মসজিদের ছানসাইডে চাপা পড়ে মৃত্যু হয়।
নিহত নিলয় হাওলাদার পাথরঘাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের ডেকরেটর ব্যবসায়ী শেখর চন্দ্র হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাবরেজিস্ট্রি জামে মসজিদ ব্যবহার অনুপযোগী হওয়ায় কয়েক দিন আগে নিলামে ক্রয় করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের নিয়োগকৃত শ্রমিকরা ঘটনার সময় মসজিদ ভাঙার কাজ করতেছিল।
প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান ও আলআমিন জানান, সাবরেজিস্ট্রি জামে মসজিদের পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিল শিশু নিলয়। এ সময় মসজিদের ছাদের একাংশ নিলয়ের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যায় শিশুটি।
পাথরঘাটা থানা ওসি মোল্লা মো. খবীর আহম্মেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 























