আকাশ জাতীয় ডেস্ক :
রোহিঙ্গাদের গণহত্যা মামলায় জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) শুনানিতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিনজন রোহিঙ্গা। তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
সোমবার ঢাকার কানাডিয়ান হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, আইসিজের মামলার শুনানিতে সাক্ষ্য দিতে যাওয়া তিনজন রোহিঙ্গার সঙ্গে হাইকমিশনারের আলোচনা হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী নিপীড়ন ও সহিংসতা, অধিকার ও ন্যায়বিচারের জন্য তাদের চলমান সংগ্রাম এবং আন্তর্জাতিক জবাবদিহির গুরুত্বের ওপর আলোকপাত করা হয়।
রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজের মামলায় তাদের কথা শোনাসহ নানাভাবে সমর্থন করার জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাইকমিশনার সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তাদের সাহসিকতার স্বীকৃতি দিয়েছেন এবং মানবাধিকার, জবাবদিহি ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
কানাডা রোহিঙ্গাদের জন্য জবাবদিহি, মর্যাদা ও ন্যায়বিচারকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার সমর্থনে অটল রয়েছে। হেগের স্থানীয় সময় সোমবার আইসিজেতে মামলার শুনানি শুরু হবে। আগামী তিন সপ্তাহ পর্যন্ত চলবে এই শুনানিপর্ব।
আকাশ নিউজ ডেস্ক 



















