আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের ওপর সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি ব্যবহার এড়িয়ে চলার আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ এবং এর ফলে অসংখ্য মানুষের প্রাণহানির খবরে মহাসচিব স্তব্ধ।
গুতেরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার এবং সংগঠনের অধিকার অবশ্যই পূর্ণরূপে রক্ষা করতে হবে। প্রত্যেক ইরানি নাগরিক যেন কোনো ভয়ভীতি ছাড়াই তাদের অভিযোগ বা দাবিগুলো শান্তিপূর্ণভাবে তুলে ধরতে পারেন, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
একইসঙ্গে, ইরানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘপ্রধান। তিনি দেশটিতে ইন্টারনেটসহ যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, লন্ডনভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয়, যা পরবর্তীতে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’-এর তথ্যমতে, এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান নিশ্চিত করা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 




















