ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

আকাশ জাতীয় ডেস্ক : 

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, তাদের (শ্রমিক) অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।

সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে কেন আজ এ বিষয়টির জন্য নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সৃষ্টি। সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে হবে এবং এর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য।

নিজের পেশাগত পরিচয় তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমি শ্রমিকদের প্রতিনিধি নই। আমি শিক্ষকতা করেছি। এ জন্য আমাকে অনেকে মানুষ গড়ার কারিগর বলেন। আমি ওঠাবসা করি শ্রমিকদের সঙ্গে, নিজে শ্রমিক না হয়েও। সে কারণেই বলছি, আমাকে যখন কেউ মানুষ গড়ার কারিগর বলে, আমি তখন তাদের বলি-শ্রমিকরাও কিন্তু দেশ গড়ার কারিগর।

মঈন খান বলেন, সাধারণ মানুষ, শ্রমিক-জনতা যদি রাজনৈতিক দলগুলোর ওপর সঠিক চাপ বজায় রাখতে পারে, তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। পৃথিবীতে কেউ আপনা-আপনি কিছু করে না। দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি পূরণ হয়নি, তাই এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিরল। যারা সুবিধাবঞ্চিত, জোর করে তাদের অধিকার ছিনিয়ে না নিলে তারা কোনোদিন অধিকার পাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

আপডেট সময় ০৫:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, তাদের (শ্রমিক) অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।

সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে কেন আজ এ বিষয়টির জন্য নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সৃষ্টি। সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে হবে এবং এর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য।

নিজের পেশাগত পরিচয় তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমি শ্রমিকদের প্রতিনিধি নই। আমি শিক্ষকতা করেছি। এ জন্য আমাকে অনেকে মানুষ গড়ার কারিগর বলেন। আমি ওঠাবসা করি শ্রমিকদের সঙ্গে, নিজে শ্রমিক না হয়েও। সে কারণেই বলছি, আমাকে যখন কেউ মানুষ গড়ার কারিগর বলে, আমি তখন তাদের বলি-শ্রমিকরাও কিন্তু দেশ গড়ার কারিগর।

মঈন খান বলেন, সাধারণ মানুষ, শ্রমিক-জনতা যদি রাজনৈতিক দলগুলোর ওপর সঠিক চাপ বজায় রাখতে পারে, তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। পৃথিবীতে কেউ আপনা-আপনি কিছু করে না। দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি পূরণ হয়নি, তাই এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিরল। যারা সুবিধাবঞ্চিত, জোর করে তাদের অধিকার ছিনিয়ে না নিলে তারা কোনোদিন অধিকার পাবে না।