অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপি মনোনীত মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পাঁচ মেয়রপ্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে একজন মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রির্টানিং কর্মকর্তা আমিরুল ইসলাম এ ঘোষণা দেন।
অপর প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান।
সহকারী রির্টানিং কর্মকর্তা আতিয়ার রহমান জানান, প্রথম দিনে মেয়রপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। ছয় মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে মনোনয়নপত্রে মুরাদ মোর্শেদের এক সমর্থক হিসেবে যার নাম দেয়া হয়েছে তিনি সিটি কর্পোরেশন এলাকার ভোটার নন। এ জন্য মুরাদ মোর্শেদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
তবে আগামী তিনদিনের মধ্যে তিনি বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের কাছে এ ব্যাপারে আপিল করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ওই দিন বিকাল ৫টার পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৯ জুলাই পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন বরাদ্দ করা হবে প্রতীক। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা। আর ভোটগ্রহণ করা হবে ৩০ জুলাই।
আকাশ নিউজ ডেস্ক 























