অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাটের পিডিবি এলাকায় বাসের ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার নাম জাকিয়া সুলতানা (২৫)। শুক্রবার রাত ৮ টার দিকে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিয়া জয়পুরহাট সাইবারটেক পলেটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গবরচোপা গ্রামের ডলার হোসেনের মেয়ে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, জাকিয়া সুলতানা জয়পুরহাট শহর থেকে অটোরিকশায় তার বাড়িতে যাচ্ছিলেন। পথে খনজনপুর পিডিবি এলাকায় মঙ্গলবাড়ীগামী একটি বাস পেছন দিক থেকে অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও বাসটিকে আটক করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























