অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাওনা টাকা চাওয়ায় জুয়েল মিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়আনি রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত জুয়েল ওই গ্রামের ফরহাদ, মিনহাজ ও খায়রুলদের সঙ্গে দীর্ঘদিন যাবত রাজমিস্ত্রীর কাজ করতেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে রসুলপুর গ্রামের শনিরবাজার নামক স্থানে ফরহাদ, মিনহাজ ও খায়রুলের কাছে জুয়েল তার পাওনা টাকার চান।
এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে জুয়েলের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে ফরহাদ, মিনহাজ ও খায়রুল পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা জুয়েলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গফরগাঁও থানার এসআই হেলাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























