আকাশ স্পোর্টস ডেস্ক:
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হেরেও দ্বিতীয় রাউন্ডে জাপান। বৃহস্পতিবার নিজেদের শেষ খেলায় শক্তিশালী পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় জাপান। তবে এই পরাজয়ে জাপানের নকআউট পর্বে উঠতে তেমন সমস্যায় পড়তে হয়নি।
তার কারণ গ্রুপের অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সেনেগাল ১-০ গোলে হেরে যাওয়া সমীকরণে পিছিয়ে যায় সেনেগাল। আর এই সুযোগে দ্বিতীয় রাউন্ডে উঠে যায় জাপান।
যে সমীকরণে বিদায় নিতে হলো সেনেগালকে
জাপান এবং সেনেগাল গ্রুপ পর্বের শেষ খেলায় পোল্যান্ড ও কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে যায়। দুই দল হেরে যাওয়ায় দেখা হয় পয়েন্ট টেবিল। সেখানে উভয়ের পয়েন্ট তিন ম্যাচে সমান ৪। পয়েন্ট সমান হওয়ায় দেখা হয় গোল ব্যবধান। সেখানেও দু’দল সমানে সমান। চারটি করে গোল আছে জাপান-সেনেগালের।
পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হওয়ায় দেখা হয় হলুদ কার্ড কে কয়টি খেল। সেই সমীকরণে জাপান যেখানে ৫, সেখানে সেনেগাল দেখে ৬টি হলুদ কার্ড। এই একটি হলুদ কার্ড বেশি খাওয়ায় বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে যেতে হয় সেনেগালকে।
প্রথমার্ধে অসাধারণ খেলেও গোলের দেখে পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে তথা ৫৯ মিনিটে জ্যান বেডনারেকের গোলো এগিয়ে যায় পোল্যান্ড।
এর আগে জাপান-পোল্যান্ড দুইবার মুখোমুখি হয়। তবে সেই দুইবারের দেখায় একক আধিপত্য দেখায় জাপান।তবে বিশ্বকাপের মতো আসরে এই প্রথম মুখোমুখি হয় জাপান-পোল্যান্ড।
বিশ্বকাপ শুরুর আগে ফুটবল বোদ্ধাদের অনেকেই বলেছিলেন গ্রুপ এইচে থাকা জাপান আন্ডারডগ। অনেকে আবার এমনটিও বলেছিলেন জাপানের জন্য রাশিয়া যাওয়াটা আনুষ্ঠানিকতা মাত্র। খালি হাতেই তারা দেশে ফিরে আসবে। তারা মূলত পোল্যান্ড এবং কলম্বিয়ায়াকেই এগিয়ে রেখেছিলেন।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে শুরু করা জাপান নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। আগের দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ছিল।
আকাশ নিউজ ডেস্ক 

























