আকাশ স্পোর্টস ডেস্ক:
দুদলই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে তাদের জয়ের কোনো বিকল্প ছিল না। যে যাত্রায় উতরে গেল কলম্বিয়া। পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখলেন হামেস রদ্রিগেজ-রাদামেল ফ্যালকাওরা।
অন্যদিকে এ হারে বিদায় নিশ্চিত হলো পোলিশদের। সেই সঙ্গে বিদায় ঘটল বিশ্ববরেণ্য তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কির। গোলের খাতা শূন্য নিয়ে দেশে ফিরতে হচ্ছে বায়ার্ন মিউনিখ গোলমেশিনকে।
কাজান এরিনায় শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। দারুণ সব আক্রমণ করে পোল্যান্ড শিবিরে ভীতি ছড়ান দলটির খেলোয়াড়েরা। তবে ফিনিশিং টাচের অভাবে সাফল্য আসছিল না। অবেশেষে ৪০ মিনিটে গোল পায় তারা। হামেস রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে হেডে বল জালে জড়ান ইয়েরি মিনা। এতে ১-০ গোল নিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।
বিরতি থেকে ফিরেও আক্রমণে গতি সচল রাখেন কলম্বিয়ানরা। বারবার আক্রমণে পোল্যান্ডকে ব্যতিব্যস্ত রাখেন তারা। স্বাভাবিকভাবে এগিয়ে যেতেও বেগ পেতে হয়নি তাদের। ৭০ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রাদামেল ফ্যালকাও। এর ঠিক ৫ মিনিট পর সফল লক্ষ্যভেদে জয় নিশ্চিত করেন হুয়ান কুয়াদরাদো।
আকাশ নিউজ ডেস্ক 
























