আকাশ বিনোদন ডেস্ক:
টেলিভিশনে ডেবিউ করেই সাড়া ফেলে দিয়েছিলেন। ছোটপর্দার বহু পুরস্কার জিতেছেন। ২০১৭ সালে একটি ব্রিটিশ পত্রিকার অনলাইন ভোটে পেছনে ফেলে দিয়েছিলেন ক্যাটরিনা এবং বিপাশাকেও।
প্রিয়াঙ্কা চোপড়াকে টপকে এশিয়ার সেরা ‘সেক্সি’ মহিলার তকমা ছিনিয়ে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ কথা সবাই জানেন। কিন্তু ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটদের পেছনে ফেলে তিন নম্বরে কার নাম আছে তা না-ও জানতে পারেন। কারণ তিন নম্বরে থাকা নিয়া শর্মা কোনো ফিল্ম তারকা নন।
জনপ্রিয় টেলিভিশন মেগা সিরিয়াল ‘জামাই রাজা’-তে অভিনয় করতেন নিয়া। আরও এক জনপ্রিয় কমেডি শো-তেও তিনি নিয়মিত মুখ। নিয়ার পরে চার নম্বরে রয়েছে আরও এক টেলিভিশন তারকা ধ্রাষ্টি দামির নাম।
পাঁচ নম্বরে রয়েছেন বলিউড তারকা আলিয়া ভাটের নাম। সাত নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ।
আকাশ নিউজ ডেস্ক 

























