অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বিআরটিসি বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম বগুড়া জেলার সূত্রাপুরের আব্দুল বাসেদের ছেলে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ১৬ জন আহত হন। বাসের মধ্যে হেলপার রহিমের পা আটকে যায়। পরে তার ডান পা কেটে বের করে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।
এ ছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























