অাকাশ জাতীয় ডেস্ক:
মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঢুকে পড়েছে মৌলভীবাজার শহরে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। শনিবার দিবাগত রাত ২টার দিকে শহরতলীর বারইকোনা এলাকায় বাঁধ ভেঙে পৌরসভার বড়হাট এলাকা প্লাবিত হয়। তবে মূল শহর প্লাবিত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
স্থানীয় সূত্র জানায়, বাঁধ ভাঙার দেড় ঘণ্টার মধ্যে শহরতলীর বড়হাট এলাকা প্লাবিত হয়ে পানি এসে ঠেকেছে শহরের কুসুমবাগ রহমান ফিলিং স্টেশন পর্যন্ত। এছাড়া পৌরসভার কুসুমবাগ, বড়কাপন ও যোগীডর এবং সদর উপজেলার হিলালপুর ও শেখেরগাঁও প্লাবিত হয়ে পড়েছে। ওই সব এলাকার বাসিন্দারা মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এলাকাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে, ভাঙনকবলিত এলাকায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মীরা পরিস্থিতি মোকাবেলায় কর করছেন।
মৌলভীবাজার পাউবো নির্বাহী প্রকৌশলী রণেদ্র শংকর চক্রবর্তী সাংবাদিকদের বলেন, তিনদিন ধরে বিপদসীমার ওপরে পানি থাকায় বাঁধ ফেটে বেশ বড় জায়গাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। সেনাবাহিনীসহ আমরা পানি আটকানোর চেষ্টা করেছি।কিন্তু বেগ বেশি হওয়ায় বস্তা ফেলেও তা ঠেকানো যায়নি।
তবে যে পানি বেরিয়ে আসছে, তা মূল শহরকে প্লাবিত করতে পারবে না বলে ধারণা করছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























