অাকাশ জাতীয় ডেস্ক:
রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে রঞ্জন মনি চাকমা (৩২) জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের এক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোরে উপজেলার আটারকছড়া দোজর পাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও লংগদু থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে অবস্থানকালে প্রতিপক্ষীয় গ্রুপের একদল সশস্ত্র সদস্য হানা দিয়ে রঞ্জন মনি চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই মারা যান রঞ্জন মনি। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করছে জেএসএস সংস্কারপন্থীরা। তবে তা অস্বীকার করেছে ইউপিডিএফ। লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























