আকাশ স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান আজ যদি দুটি উইকেট নিতে পারেন তাহলে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট এবং ১০ হাজার রানের মালিক হবেন তিনি।
এর আগে জ্যাক ক্যালিস ও শহীদ আফ্রিদি এই মাইলফলক স্পর্শ করেছেন। তবে তাদের লেগেছিল চারশ’রও বেশি ম্যাচ। সেটা সাকিব ছুঁয়ে ফেলতে পারেন মাত্র ৩০০ ম্যাচে।
* রশিদ খান আজ যদি তিন উইকেট পান তাহলে টি ২০ ক্রিকেটে দ্রুততম সময়ে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন তিনি। সেক্ষেত্রে তার লাগবে দুই বছর ২২০ দিন।
* পঞ্চম অলরাউন্ডার হিসেবে ৫০’র বেশি উইকেট এবং এক হাজার রান করতে মোহাম্মদ নবীর লাগবে মাত্র ৩৯ রান। এর আগে শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, থিসারা পেরেরা ও ডুয়ানে ব্রাভো এই মাইলফলক স্পর্শ করেছেন।
* দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়াম ভারতের ২১তম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক টি ২০ ম্যাচ আয়োজন করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























