অাকাশ জাতীয় ডেস্ক:
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ছাহাবা ফকির (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন।
ওই ছাত্রী পরিবার সূত্র জানায়, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুনিরাবাদ গ্রামের তৈয়ব আলীর ছেলে ছাহাবা ফকির ৫-৬ মাস ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এতে ওই রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে একা পেয়ে ঘরে ডুকে ওই ছাত্রীকে বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে ছাহাবা ফকির।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছাহাবা ফকির পালিয়ে যায়। নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিন রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ছাহাবা ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























