অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফুলবাড়ীয়া নামক স্থানে বৃহস্পতিবার পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে সবুজ মিয়া (৩৬) ঘটনাস্থলে নিহত হন। তিনি ফুলবাড়ীয়া চড়পাড়া গ্রামের মৃত মো. আলীর ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরা হলেন- ফুলবাড়ীয়া গ্রামের পারভেজ মিয়ার পুত্র আনজু মিয়া (২২), নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী বারুইগ্রামের আব্দুল হেলিম মিয়ার কন্যা রোজিনা আক্তার (১৪) ও তাড়াইল উপজেলার আব্দুল কাদিরের স্ত্রী দিলরুবা (২৮)।
নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 























