অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের ছাদ থেকে উদ্ধার হলো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার এ ঘটনায় শিয়ালদহ দক্ষিণ শাখার স্টেশন চত্বর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় রেল পুলিশের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সকালে আপ ক্যানিং লোকাল শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছে। তখন ট্রেনের ছাদে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান আরপিএফ কর্মীরা।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কোনোভাবে ট্রেনের ছাদে উঠে পড়েছিলেন। এরপর ট্রেনের ছাদের প্যান্টোগ্রাফের কাছে চলে যান তিনি।
পার্ক সার্কাস স্টেশনের কাছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে অনুমান করছে আরপিএফ। পার্ক সার্কাস স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে ওই ব্যক্তির পরনে থাকা নীল জামার অংশ উদ্ধার হয়।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ।
https://www.youtube.com/watch?v=qBzA11c3ltg
আকাশ নিউজ ডেস্ক 
























