অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহ সদর উপজেলায় বয়লারের গরম পানিতে দগ্ধ হয়ে বয়লার বিশেষজ্ঞ ভারতীয় নাগরিক অভিজাত কুমার দের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অভিজিত কুমার দে ভারতের নদীয়া জেলার রানাঘাট আনুলিয়া থানার সাতিগাচা গ্রামের সমীর কুমার দের ছেলে। একই ঘটনায় দগ্ধ দুই বাংলাদেশি শ্রমিক ময়মনসিংহ সদরের বিজয়নগর গ্রামের মৃত মোসলে বেপারীর ছেলে মো. ইউনুস আলী ও রাঘবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মোস্তফা হোসেনের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
১২ মে সদর উপজেলার সাহেব কাচারী ও গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুরের সীমান্ত মোড়ে এগ্রো টেক ইন্টারন্যাশনাল লিমিটেডে বয়লারের গরম পানি ছিটকে বয়লার সেকশানের চিফ ইনচার্জ ভারতীয় নাগরিক অভিজিত কুমার দে ও দুই বাংলাদেশি শ্রমিক দগ্ধ হন।
কোম্পানির নির্বাহী ব্যবস্থাপক কেএম শহীদুল্লাহ জানান, অভিজিত কুমার দে ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ মে এগ্রো টেক ইন্টারন্যাশনাল লিমিটেডের বয়লারের মেইনটেনেন্সের সময় ভুলবশত বয়লারের স্টিম প্রেসার না কমিয়ে বয়লারের ম্যানহোল খোলা হয়। এ সময় বয়লারের ভেতরে থাকা গরম পানি ছিটকে বয়লার সেকশনের চিফ ইনচার্জ ভারতীয় নাগরিক অভিজিতসহ ৩ জন দগ্ধ হন।
তাদেরকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় অভিজিতকে ওই দিনই ঢাকার সিটি হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কোম্পানির নির্বাহী ব্যবস্থাপক কেএম শহীদুল্লাহ ১৪ মে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এগ্রো ইন্টারন্যাশনাল লিমিটেড নামের এ প্রতিষ্ঠানটি ধানের তুষ থেকে তেল তৈরি করে আসছে। বয়লার ১২ মে বয়লার মেরামত করার সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বয়লার বিকল হয়ে পড়ায় মেরামত করার সময় পানি ছিটকে তিনি দগ্ধ হন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























