অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী এসএম শফিকুর রহমান (মুশফিক)। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে খুলনা আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।
ভোটকেন্দ্র থেকে বের হয়ে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী শফিকুর রহমান মুশফিক নিজের প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, জনগণের রায় আমার দিকে যাবে। বিএনপি প্রার্থীর অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
কেসিসি নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আ’লীগের তালুকদার আবদুল খালেক, বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)।
সকাল ৮টা থেকে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দেয়ার জন্য নাগরিকরা ভোটকেন্দ্রগুলোতে সারি বেঁধে দাঁড়িয়েছেন। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আকাশ নিউজ ডেস্ক 




















