অাকাশ জাতীয় ডেস্ক:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী গ্রাম মালাকুচায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল হাই (৭০)।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে গারো পাহাড় এলাকার গ্রাম মালাকুচার সবজিক্ষেতে বন্যহাতির পাল নামে। ভোররাতের দিকে স্থানীয় লোকজন সেই হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় একটি হাতির আক্রমণে আবদুল হাই নিহত হন।
ওসি আরো জানান, হাতির পাল গ্রামের বেশ কয়েক একর সবজিক্ষেত ও ফলদ গাছের ক্ষতি করেছে।