অাকাশ জাতীয় ডেস্ক:
খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে মো.নুরুল আলম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। মানিকছড়ি থানার ওসি মো. আব্দুল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ির নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান ওই সেনা সদস্য।
তার পিতার নাম আব্দুল আলীম। গত ১৯ এপ্রিল তিনি ২ মাসের ছুটি কাটাতে খাগড়াছড়ির মানিকছড়ির নিজ বাড়িতে আসেন।
খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নিহত মো. নুরুল আলমের বাড়িতে ছুটে গেছেন উপজেলা চেয়ারম্যান ম্রাগো মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
মানিকছড়ি থানার ওসি আ. রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে বজ্রপাতে নুরুল আমিন মারা যান।
আকাশ নিউজ ডেস্ক 























