অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বুধবার নতুন করে ভেনিজুয়েলার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সর্বময় ক্ষমতার অধিকারী এবং অনুগত সাংবিধানিক পরিষদের সদস্যদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটন নিকোলাস মাদুরোর এ পদক্ষেপকে ‘একনায়কতান্ত্রিক’ বলে বর্ণনা করেছে। খবর এএফপি’র।
তথাকথিত সাংবিধানিক পরিষদের সদস্যের মধ্যে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ভাইয়ের পাশাপাশি পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সামরিক কর্মকর্তা এবং জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের এক বোর্ড সদস্য রয়েছেন।
ক্ষমতাসিন রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে এটি একটি বিরল পদক্ষেপ। উল্লেখ্য, গত ৩০ জুলাই ব্যাপক সহিংসতা, জালিয়াতি ও বিরোধী দলের বর্জনের মধ্যদিয়ে ভেনিজুয়েলায় সাংবিধানিক গণপরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।