ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ম্যাগাজিনের প্রচ্ছদে খোলামেলা পোশাকে রাজমাতা শিবগামী

অাকাশ বিনোদন ডেস্ক:

ছবি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার হ্যাংওভার এখনও রয়ে গিয়েছে মানুষের মনে। শুধু বাহুবলী প্রভাসই নন দর্শকদের মন আদায় করে নিয়েছেন দেবসেনা অনুষ্কা, অবন্তিকা তমন্না, কাটাপ্পা সত্যরাজ, ভল্লালদেব ওরফে রাণা দগ্গুবাটি। এই তালিকায় প্রথমের সারিতে রয়েছেন রাজমাতা শিবগামীদেবী। যে চরিত্র নতুন করে পরিচিতি দিয়েছে রম্যা কৃষ্ণণকে।

শোনা যাচ্ছে, রাজমাতার চরিত্র সবার আগে শ্রীদেবীকে অফার করেছিলেন পরিচালক এসএস রাজামৌলি। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দেন বলিউড ডিভা। আর ইতিহাস সৃষ্টির সুযোগ চলে আসে রম্যার হাতে। সে সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন অভিনেত্রী। তাঁর ‘বচন’-ই শাসন করেছে দর্শকদের হৃদয়। লোকমুখে বারবার উচ্চারিত হয়েছে তাঁর সংলাপ। তবে সে সব এখন সুন্দর অতীত। রাজমাতার খোলস ছেড়ে আধুনিকা হয়েছেন রম্যা। ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত হয়েছে তাঁর এই নয়া লুক। অফ শোল্ডার টপ ও স্কার্টে নিজেকে নতুন করে তিনি চিনিয়েছেন।

‘জাস্ট ফর উইমেন’ নামের এক ম্যাগাজিনের জন্য নতুন লুকে রম্যা ধরা দিয়েছেন। ম্যাগাজিনে শেয়ার করেছেন কীভাবে ৪৬ বছর বয়সে এসে তাঁর অভিনয় কেরিয়ার নতুন গতি পেয়েছে। ৩২ বছরের অভিনয় জীবনে ১৫০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন রম্যা। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত থেকে শাহরুখ খানের মতো তারকার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন। কেরিয়ারের এই সময়ে এসে এভাবে যে তাঁর জীবনের মোড় হঠাৎ করে ঘুরে যাবে তা স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী। তবে সাফল্য দেরিতে এলেও তিনি অভিমানী নন। বরং দর্শকদের ভালবাসাকে আপন করে নিয়েছেন খোলা মনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ম্যাগাজিনের প্রচ্ছদে খোলামেলা পোশাকে রাজমাতা শিবগামী

আপডেট সময় ০২:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

ছবি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার হ্যাংওভার এখনও রয়ে গিয়েছে মানুষের মনে। শুধু বাহুবলী প্রভাসই নন দর্শকদের মন আদায় করে নিয়েছেন দেবসেনা অনুষ্কা, অবন্তিকা তমন্না, কাটাপ্পা সত্যরাজ, ভল্লালদেব ওরফে রাণা দগ্গুবাটি। এই তালিকায় প্রথমের সারিতে রয়েছেন রাজমাতা শিবগামীদেবী। যে চরিত্র নতুন করে পরিচিতি দিয়েছে রম্যা কৃষ্ণণকে।

শোনা যাচ্ছে, রাজমাতার চরিত্র সবার আগে শ্রীদেবীকে অফার করেছিলেন পরিচালক এসএস রাজামৌলি। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দেন বলিউড ডিভা। আর ইতিহাস সৃষ্টির সুযোগ চলে আসে রম্যার হাতে। সে সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন অভিনেত্রী। তাঁর ‘বচন’-ই শাসন করেছে দর্শকদের হৃদয়। লোকমুখে বারবার উচ্চারিত হয়েছে তাঁর সংলাপ। তবে সে সব এখন সুন্দর অতীত। রাজমাতার খোলস ছেড়ে আধুনিকা হয়েছেন রম্যা। ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত হয়েছে তাঁর এই নয়া লুক। অফ শোল্ডার টপ ও স্কার্টে নিজেকে নতুন করে তিনি চিনিয়েছেন।

‘জাস্ট ফর উইমেন’ নামের এক ম্যাগাজিনের জন্য নতুন লুকে রম্যা ধরা দিয়েছেন। ম্যাগাজিনে শেয়ার করেছেন কীভাবে ৪৬ বছর বয়সে এসে তাঁর অভিনয় কেরিয়ার নতুন গতি পেয়েছে। ৩২ বছরের অভিনয় জীবনে ১৫০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন রম্যা। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত থেকে শাহরুখ খানের মতো তারকার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন। কেরিয়ারের এই সময়ে এসে এভাবে যে তাঁর জীবনের মোড় হঠাৎ করে ঘুরে যাবে তা স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী। তবে সাফল্য দেরিতে এলেও তিনি অভিমানী নন। বরং দর্শকদের ভালবাসাকে আপন করে নিয়েছেন খোলা মনে।