অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নববধূকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। শনিবার ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে।
দেশটির সংবাদমাধ্যম এবিপি আনন্দে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বর মহম্মদ শাজেব মুজফফরনগরের বাসিন্দা। অন্যদিকে কনের বাড়ি গাজিয়াবাদে। পরিবারের লোকজন-আত্মীয়স্বজনদের উপস্থিতিতে গজিয়াবাদেই বিয়ে হয় তাদের। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বর নববধূকে নিয়ে গাড়িতে করে মুজফফরনগর ফিরছিলেন।
রাত ১০টা নাগাদ দৌরালা থানা এলাকার মটোর গ্রামের কাছে পিছন থেকে একটি গাড়িতে সওয়ার পাঁচ দুষ্কৃতীতে নববধূর গাড়িটিকে ওভারটেক করে সামনে চলে আসে। দুষ্কৃতীরা গাড়িটি আটকায়। তারা গাড়ি থেকে নেমে নববধূকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গাড়িতে অন্যান্য লোকজনকে মারধর করে। গাড়িতে থাকা নগদ দুই লাখ টাকা ও পাঁচ লাখ টাকার গয়না লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। জখম নববধূকে মুজফফরনগর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
ঘটনায় নবদম্পতির গাড়ির চালকের মাথায় চোট লেগেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, লুঠপাটের দিকটি ছাড়াও ঘটনায় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কেননা, গাড়ির মধ্যে শুধু নববধূকেই বন্দুকের নিশানা করা হয়েছিল। এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























